দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে এমপি আলী আজগার টগর

কৃষক বাঁচাতে আবারও নৌকায় ভোট দিন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রবি ২০১৭-১৮ মরসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ভুট্টা বীজ, সরিষা, বিটি বেগুনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে চাষিদের হাতে সার ও বীজ তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক শ্রী প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আছির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মাহবুবউল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আ্ইয়ুব আলী, যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সালেক, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এনামুল করিম ইনু, উপজেলা যুবলীগের আহবায়ক জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন, যুবলীগ নেতা নিশান তরফদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তপু সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। এই সরকার কৃষকদের জন্য যা করেছে অতীতে কোনো সরকার তা করেনি। চাষিদের বিনামূল্যে, সার বীজসহ সেচ ও নিড়ানি খরচ পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার দিয়ে যাচ্ছে। বিগত বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষকদের পুলিশের লাঠি পেটাসহ গুলি খেয়ে মরতে হয়েছে। সারের জন্য এখন আর কৃষকদের লাইনে দাঁড়াতে হয়না। তাদের সারের পেছনে ছুটতে হয় না বরং সারই কৃষকের পেছনে পেছনে ছোটে। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে আরও বলেন, বিএনপি জামায়াত জোট সরকার এ দেশকে ধ্বংস করার জন্য নানাবিধ পাঁয়তারা করেছে। এখনও করে যাচ্ছে। তারা দেশের ঐতিহ্যবাহী আদমজি জুটমিলসহ বহুমিল কল-কারখানা বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষকে বেকারে পরিণত করেছে। আর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতা, মুক্তিযোদ্ধাভাতা থেকে শুরু করে গৃহহীনদের বাড়ি পর্যন্ত তৈরি করে দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ সাধারণ জনগণকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। যা বিএনপি জামায়াত জোট সরকার সমালোচনা বন্ধ করে দিয়েছিলো। তিনি কৃষক বাঁচাতে সকলকে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।