দামুড়হুদায় কলাচাষিদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক সায়মা ইউনুস

বিষমুক্ত কলা উৎপাদন করুন : সকলকে সুস্থ রাখুন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিষমুক্ত কলা উৎপাদনের লক্ষ্যে কলাচাষি ও কলাব্যবসায়ীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি বলেন, এখানে যারা কলা উৎপাদনকারী এবং কলাব্যবসায়ী আছেন তাদের অবশ্যই দেশের মানুষের কথা ভাবতে হবে। আমি বিশ্বাস করি আপনারা সকলেই দেশ প্রেমিক ও দেশকে ভালোবাসেন। আপনারা যদি সত্যিই দেশেকে ও দেশের মানুষকে ভালোবেসে থাকেন তা হলে আপনারা কলায় কোনো ধরনের বিষ বা ফরমালিন মেশানোর এ কাজ থেকে বিরত থাকবেন। আপনারা বিষমুক্ত কলা উৎপাদন করুন। দেশের মানুষকে বিষমুক্ত কলা উপহার দিন। দেশের মানুষকে সুস্থ রাখতে সহযোগিতা করুন। ইতোমধ্যেই আপনারা হয়তো বিষমুক্ত আম বিদেশে রফতানির কথা শুনেছেন। বাংলাদেশ থেকে রফতানিকৃত বিষমুক্ত আম বিশ্ব বাজারে আলাদা স্থান লাভ করেছে। এবার আমের পর বিষমুক্ত কলা বিদেশে রফতানি করার পরিকল্পনা করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে আমের পাশাপাশি কলাও বিশ্ব বাজারে আলাদা স্থান লাভ করবে। বিষমুক্ত কলা উৎপাদনে কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল প্রমুখ। অনুষ্ঠানে এলাকার তিন শতাধিক কলাচাষি ও কলাব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান।