দামুড়হুদায় আদম ব্যাপারীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত সদাবরীর আক্তার

দামুড়হুদা/কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদায় আদম ব্যাপারীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন উপজেলার সদাবরি গ্রামের আক্তারুজামান। তিনি টাকা ফেরত পেতে আদম ব্যাপারী মোমিনের বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা  গ্রামের মৃত ফকির গাইনের  ছেলে আদম ব্যাপারী মোমিন গাইন সদাবরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর ছেলে আক্তারুজামাকে সৌদি আরব পাঠানোর কথা বলে ২ বছর আগে তার পরিবারের লোকজনের কাছ থেকে ৫ লাখ টাকা নেয়। সে আক্তারকে সৌদি আরব না পাঠিয়ে দীর্ঘদিন ধরে ঘোরাতে থাকে। এরই এক পর্যায়ে গত ১৭ আগস্ট তাকে সৌদি আরবে না পাঠিয়ে ইরাকে পাঠানোর ব্যবস্থা করেন। ইরাকে পাঠানোর পর আক্তারুজামানকে দালালচক্র প্রায় ২০ দিন একটি ঘরে আটকে রাখে এবং আরো ২ লাখ টাকা দেয়ার জন্য চাপ দিতে থাকে। আকতার জীবন বাঁচাতে বাড়িতে ফোন করে ১ লাখ ৬০ হাজার টাকা তুলে দেয় ওই দেশের দালালদের হাতে। টাকা পেয়ে দালালচক্র কৌশলে পুলিশের হাতে ধরিয়ে দেয় আক্তারকে। ইমিগ্রেশন পুলিশ তার কাগজপত্র চেক করে সঠিক না পাওয়ায় তাকে আটক করে এবং গত ১৪ সেপ্টেম্বরে তাকে দেশে ফেরত পাঠায়। আক্তারুজামান দেশে ফিরে টাকা ফেরত চাইলে মোমিন গাইন টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। শেষমেশ গত ৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত আকতার।