দামুড়হুদায় আটক ভারতীয় ৩ নাগরিককে জেলহাজতে প্রেরণ

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশের হাতে আটক ৩ ভারতীয় নাগরিককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক ওই ৩ ভারতীয় নাগরিককে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে বরিশাল থেকে ৫০ লাখ টাকা মূল্যের সোনার বারসহ ৩ ভারতীয় নাগরিক অ্যাম্বুলন্সেযোগে দামুড়হুদার নাটুদাহ সীমান্ত অভিমুখে রওনা হয়েছে এমন গোপন পেয়ে নাটুদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হুমায়ন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় আগে থেকেই অবস্থান নেন এবং সকাল ১০টার দিকে এলাকার শিবনগরের একটি আমবাগানের মধ্য থেকে ভারতের নদীয়া জেলার মরুটিয়া থানার পাখি গ্রামের মৃত এলাহি মল্লিকের ছেলে আবের মল্লিক, একই গ্রামের আবেদ আলীর ছেলে হাফিজুল ইসলামও দ্বিগুড়কান্দি গ্রামের মৃত যোতিন্দ্রনাথ বাগচীর ছেলে আশুতোষ বাগচীকে আটক করেন। পুলিশ আটককৃতদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে অনেকটা সোনার বারের আদলে তৈরি কাঠ উদ্ধার করে। পরে তাদেরকে থানায় নেয় এবং নাটুদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হুমায়ন কবির বাদী হয়ে ওই ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।