দামুড়হুদার সুবলপুর গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি টগর

 

ডিজিটাল বাংলাদেশ গড়তে বিদ্যুতের বিকল্প নেই

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামে পল্লী বিদ্যুতের বিদ্যুতায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধন করা হয়।

মো. লিয়াকত হোসেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিল্প বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে বিদ্যুতের কোনো বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে ২০১৯ সালের মধ্যে প্রতিটি গ্রামের ঘরে ঘরে বিদ্যুত পৌছে দেয়া হবে। তিনি আরো বলেন, বিগত সরকারগুলো দেশের উন্নয়ন না ঘটিয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম আলী হোসেন, ডিজিএম আশরাফুজ্জামান খাঁন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাবেক হাউলি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক এসএম জাকারিয়া আলম, উপজেলা আ.লীগের সংগাঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, পল্লী বিদ্যুতের পরিচালক হায়দার আলী, ডা. আশরাফুল আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা রবিউল হোসেন শুকলাল, আ.লীগ নেতা আলী মুনছুর বাবু, যুবলীগ নেতা অ্যাড. আবু তালেব, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামিরুল ইসলাম, লিটন, মেহেদী, মনিরুজ্জামান প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি বিদ্যুতের সুইজ টিপে ৪৮১টি বাড়ির বিদ্যুতায়নের উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবু বকর।