দামুড়হুদার ভগিরথপুরে অস্ত্রধারীদের হানা : দুটি বাড়ির গেটে কোপ

নতিপোতা প্রতিনিধি: কয়েকদিনের ব্যবধানে আবারও দামুড়হুদার ভগিরথপুরে একদল অস্ত্রধারী হানা দিলেও প্রতিরোধের মুখে পালিয়েছে। গতরাত ১০টার দিকে ২৫/৩০ জনের ডাকাতদল নতিপোতা ইউনিয়নের ভগিরথপুর ডুবাপাড়ায় দুটি বাড়ির দরজায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

পুলিশসূত্র ও এলাকাবাসী জানায়, গতরাত ১০টার দিকে ২৫/৩০ জনের একদল ডাকাত ভগিরথপুর ডুবাপাড়ার কৃষক আব্দুল মালেকের বাড়ির প্রধানগেটে কোপ মেরে আতঙ্ক সৃষ্টি করে। তারা মৃত জলো উদ্দীনের ছেলে তুষারে বাড়ির গেটেও কোপ মারে। স্থানীয়রা অস্ত্রধারীদেরকে ডাকাত বলে মন্তব্য করে বলেছে, পুলিশ ও জনগণের প্রতিরোধের মুখে ওরা পালিয়ে গেছে। কয়েকদিন আগে একই গ্রামের এক দোকানিসহ দুটি বাড়িতে ডাকাতদল ডাকাতি করে। এ ঘটনার কয়েকদিনের মাথায় ডাকাতদল আবার হানা দিলে গ্রামবাসীর মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক মাস ধরে ভগিরথপুর পুলিশ ফাঁড়িতে স্থায়ী ক্যাম্প ইনর্চাজ নেই। স্থায়ী ক্যাম্প ইনর্চাজ প্রয়োজন বলেও মন্তব্য করেছে স্থানীয়রা।