দামুড়হুদার বেড়বাড়িতে করিমন উল্টে পাঁচজন আহত

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ি কানাইয়ের ব্যাকে করিমন উল্টে নারী ও শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- ছুটিপুর গ্রামের মৃত কলম বিশ্বাসের ছেলে তমেজ উদ্দীন বিশ্বাস (৭৫), ছুটিপুর দাসপাড়ার মৃত বানচারানের ছেলে রিপন দাস (২৮), রিপনের স্ত্রী কমলা রাণী দাস (২০), মেয়ে রিতু দাস (৩) ও করিমনচালক দলকা-লক্ষ্মীপুরের মৃত ইয়ার আলীর ছেলে লাল্টু (৩৫)। এদের মধ্যে করিমনচালক লাল্টু ও শিশু রিতুর অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামের তমেজ উদ্দীন বিশ্বাস এবং ছুটিপুর দাসপাড়ার রিপন, তার স্ত্রী ও মেয়েকে নিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার শাশুড়িকে দেখার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। তারা বেড়বাড়িতে পৌঁছুলে পাশ থেকে একটি কুকুর ছুটে এসে পড়ে করিমনের চাকার নিচে। ফলে করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী খলিলের ছেলে সামাদের বাড়িতে নিয়ে যায়। পল্লিচিকিৎসক সাইদুরের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে লাল্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও অন্যদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।