দামুড়হুদার নাপিতখালিতে পারিবারিক কলহের জেরে সংঘর্ষ : নারীসহ উভয়পক্ষের ৯ জন জখম

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নাপিতখালিতে পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয়পক্ষের ৯ জন রক্তাক্ত জখম হয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় এক পক্ষের দুজনকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে এবং বাকি ৭ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। গতকাল সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের মৃত ওমর আলী শেখের চার ছেলের মধ্যে কলিম উদ্দীন, ওলি আহমেদ ও দাউদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো তারদেরই আপন বড় ভাই সেলিমের সাথে। এরই একপর্যায়ে গতপরশু রোববার বিকেলে দাউদের একটি ছাগল সেলিমের বাড়ির পাচিলের ওপর উঠে পড়ে যায়। এ ঘটনায় দাউদ তার ভাই সেলিমের নামে ছাগল মারার দোষারোপ করলে উভয় পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই সুত্র ধরে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দাউদ তার বাড়ি থেকে কাজের যাওয়ার উদ্দেশে বের হলে সেলিম ও তার তিন ছেলে লিখন, আকাশ ও পিয়াস মিলে রড দিয়ে তাকে মারতে থাকে। খবর পেয়ে দুই পরিবারের সবাই ছুটে যায় সেখানে। শুরু হয় উভয় পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষে একপক্ষের রক্তাক্ত জখম হয় কলিমদ্দীন, ওলি আহমেদ, দাউদ ইব্রাহিম, কলিমদ্দীনের স্ত্রী নাসেরা খাতুন ও তার ভাগ্নে আরিফ। অপর পক্ষের রক্তাক্ত জখম হয় সেলিম শেখ, তার স্ত্রী রেজেনা খাতুন এবং তাদের দুই ছেলে লিখন ও আকাশ। এদের মধ্যে নাসেরা খাতুন ও আরিফকে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।