দামুড়হুদার নতুন বাস্তুপুরে সন্ধ্যারাতে ডাকাতির অভিযোগ?

 

দামুড়হুদা/হাউলী প্রতিনিধি: দামুড়হুদার নতুন বাস্তুপুরে সন্ধ্যারাতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। মুখে গামছা বাঁধা অবস্থায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে ঢুকে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ সোনার গয়নাগাটি লুট করা হয়েছে বলে জানিয়েছেন বাড়িমালিক শহিদুল ইসলাম।

তিনি বলেছেন, গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরপরই বাড়ির পেছন দিক দিয়ে মুখে গামছা বেঁধে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে প্রবেশ করে এবং মেন গেটের দরজা আটকে বিদ্যুতের মেন সুইচ অফ করে দেয়। এ সময় আমার অসুস্থ স্ত্রী রশিদা বেগম ছাড়া বাড়িতে আর কেউই ছিলো না। ডাকাতদল আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২টি সোনার চেন, ১টি আংটি, ৮টি নতুন শাড়ি এবং নগদ ২ হাজার টাকা লুট করে চলে যায় ডাকাতদল। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ বলেছেন, ডাকাতি হয়েছে মর্মে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে ওই গ্রামে জাহিদ গং ও মালেক গংয়ের মধ্যে ঈদগার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যে সময়ের কথা বলা হচ্ছে ওই সময়ে ডাকাতির ঘটনাটি সন্দেহজনক। তবে প্রকৃতই ডাকাতি হয়েছে কি-না তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।