দামুড়হুদার দর্শনীয় স্থান পরিদর্শন করলেন হাইকোর্ট বিচারপতি আকরাম হোসেন

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী। তিনি গতকাল সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসে জাতীয় কবি নজরুলের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আট চালা খড়ের ঘর, ডিসি ইকোপার্ক ও আট শহীদের স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদার কার্পাসডাঙ্গার নজরুল স্মৃতি বিজড়িত আট চালা ঘর, ডিসি ইকোপার্ক ও আট শহীদের স্মৃতি স্থানগুলো পরিদর্শন করেন হাইকোর্ট বিভাগের বিচারপ্রতি আকরাম হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জজ মো. রবিউল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড, এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা দায়রা জজ জাকির হোসেন, যুগ্ম জেলা জজ আব্দুর রহিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমদাদুল হক, আট চালা ঘরের মালিক মিস্টার বকুল বিশ্বাস প্রমুখ।