দামুড়হুদার ঠাকুরপুর-জগন্নাথপুর সীমান্তে ফেনসিডিলসহ তিন যুবক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুর-জগন্নাথপুর সীমান্তের সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা ৪২ বোতল ফেনসিডিলসহ আব্দুল মালেক, অমিদুল ও হাসিবুল নামে তিন যুবককে আটক করেছে বিজিবি।
বিজিবিসূত্রে জানা যায়, গত শনিবার ৩টার দিকে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কালাম সঙ্গীয় সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালান দামুড়ুহুদার পীরপুরকুল্লা মাঠে। সেখান থেকে দুইজন মাদকব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে। তারা হলো- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মালেক (৪০) ও একই গ্রামের আব্দার আলীর ছেলে অমিদুল ইসলামকে (২৭)। অপরদিকে গত শনিবার রাত ৮টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের নায়েক আজিজ উদ্দিন সঙ্গীয় সদস্য নিয়ে হুদাপাড়া মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ হাসিবুল ইসলাম (৪০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করে। আটককৃত হাসিবুল কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের সাবেক মেম্বার আযুব আলীর ছেলে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছে বিজিবি।