দামুড়হুদার ঠাকুরপুরে বিজিবির মতবিনিময়কালে ৬ বিজিবি পরিচালক : সন্তানরা কখন কোথায় যাচ্ছে খোঁজ নেয়ার দায়িত্ব আপনাদের

 

কার্পাসডাঙ্গা সংবাদদাতা: চোরাচালান করে যে, দেশের ক্ষতি করে সে। এ স্লোগানকে সামনে রেখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে সীমান্ত হত্যা ও চোরাচালান রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ানের ঠাকুরপুর ঈদগা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শাহ মো. ইনামুল করীম ইনু, কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির এসআই জিয়াউল হক জিয়া, ইউপি সদস্য ছাকার উদ্দিন, আ. রব, মুন্সিপুর বিওপির কোম্পানি কমন্ডার হাজি সফিকুল ইসলাম, হাবিলদার রফিকুর রহমান, এফএস সদস্য আসরাফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার জামান উদ্দিন।

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ বলেন, সীমান্তে মাদক ও মানবপাচাররোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব কাজের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে সোর্পদ করা হবে। তাই বিজিবির পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আপনার সন্তানরা কখন কোথায় যাচ্ছে খোঁজ নেয়ার দায়িত্ব আপনাদের।