দামুড়হুদার জয়রামপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক মুকুল ও বাবুর নামে মামলা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর বারুইপাড়ায় কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দু যুবক বাবু (২৫) ও মুকুলের (১৮) নামে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মানবাধিকার সংগঠন মানবতার সহায়তায় অন্তঃসত্ত্বা ওই কিশোরী নিজে বাদি হয়ে মামলা দায়ের করেন। মানবাধিকার সংগঠন মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, সংগঠনের অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান জালাল, মোটিভেশন কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝুমুর, সহকারী মোটিভেশন কর্মকর্তা মাহফুজা আকতার এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার জয়রামপুর বারুইপাড়ার দিনমজুরের মেয়েকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে দেহভোগ করে প্রতিবেশী দু যুবক আরফানের ছেলে ২ সন্তানের জনক বাবু (২৫) এবং মজিবারের ছেলে এসএসসি পরীক্ষার্থী মুকুল (১৮)। দিন পনের আগে ওই কিশোরীর ছোট চাচি বিষয়টি আঁচ করতে পেরে বাড়ির লোকজনের সাথে আলোচনা করেন এবং পরবর্তীতে প্রতিবেশী ব্র্যাকে কর্মরত এক স্বাস্থকর্মীর কাছে ইউরিণ পরীক্ষা করার পরই বিষয়টি নিশ্চিত হন। ইউরিণ পরীক্ষার পর ওই স্বাস্থ্যকর্মী জানান, ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। নড়েচড়ে বসে বাড়ির লোকজন। কে ওই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে কিশোরী প্রথমে প্রতিবেশী দু যুবক বাবু ও মুকুলের নাম প্রকাশ করে। এ ঘটনার পর অন্তঃসত্ত্বা ওই কিশোরীর মা আইনি লড়াইয়ের জন্য মানবাধিকার সংগঠনের সহযোগীতা কামনা করেন। এ সংক্রান্ত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় গত ২৯ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি মানবাধিকার সংগঠন মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকারের দৃষ্টিগোচর হয়। তিনি তার সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সম্প্রতি ভিকটিমের বাড়ি পরিদর্শন করেন এবং আইনগত সার্বিক সহায়তার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় গতকাল ওই কিশোরী দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।