দামুড়হুদার জুড়ানপুর পোল্ট্রি মুরগির খামার : ৮টি পরিবার প্রচণ্ড দুর্গন্ধের মধ্যে বসবাস

 

 

দামুড়হুদা অফিস:ছোটবড় পোল্ট্রিখামারগুলো দেশের মাংসের চাহিদা পূরণ করছে। সে কারণে খামারিদের বিশেষ দৃষ্টিতে দেখা হয়। এরপরও কিছু খামারি আছেন যারা পরিবেশ দূষণ রোধে নূন্যতম আন্তরিক নন। এ কারণেই প্রতিবেশীরা খামারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরকমই পরিস্থিতির শিকার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পশ্চিমপাড়ায় গড়ে তোলা পোল্ট্রিখামার। প্রচণ্ড দুর্গন্ধের মধ্যে ৮টি পরিবার বসবাস করতে পারছে না বলে অভিযোগ তুলে খামার বন্ধের দাবি জানিয়েছে। তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর খামার বন্ধের জন্য আবেদনও করেছেন।

জানাগেছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পশ্চিমপাড়ার সোনারেফ হোসেনের ছেলে শিলন তার বাড়ির পাশে পোল্ট্রি মুরগির খামার তৈরি করে। এতে ওইপাড়ার ৮টি পরিবার প্রচণ্ড দুর্গন্ধের মধ্যে বসবাস করছে। গ্রামের মানুষের অভিযোগসূত্রে জানাযায়, পাড়ার ভেতরে মুরগির খামারের দুর্গন্ধ আর অপরিষ্কার থাকার কারণে তাদের ছোট ছেলেমেয়েরা পড়ালেখা ও চলাফেরাসহ ঘরে থাকতে চরম সমস্যা হয়। পোল্ট্রি খামার মালিক শিলনকে তার খামার পরিস্কার পরিছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখতে বললে সে প্রতিবেশীদের বিভিন্নভাবে হুমকিধামকি দিতে থাকে। এতে প্রতিবেশীরা গত ১৫ জুলাই পরিবেশ দুষণের অভিযোগ এনে খামার বন্ধের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। নির্বাহী অফিসার ফরিদুর রহমান মাথাভাঙ্গাকে জানান, অভিযোগ পাওয়ার পর প্রাণিসম্পদ অফিসারকে তদন্তের নির্দেশ দেয়া হলে তিনি তদন্ত করেন।খামারটি নিয়ম মাফিক চলছে এখানে পরিবেশ দুষণ হওয়ার মতো কিছু নেই বলে প্রতিবেদন দাখিল করেন বলে তিনি জানান।