দামুড়হুদার জগন্নাথপুর গ্রামে পানের পোয়াড় নষ্ট হওয়ায় চাষিদের হতাশা

 

 

মাহাবুব রহমান/জহির রায়হান: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পানের পোয়াড় মারা যাওয়ায় চাষিদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।    জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে প্রায় ২৫০ বিঘা জমিতে প্রায় ১০০ জন পানচাষি রয়েছেন। যাদের পান চাষই একমাত্র অবলম্বন। সেই পানের পোয়াড় মারা যাওয়ার কারণে এখন চাষিদের মাঝে হতাশার ছাপ।

পানচাষিরা জানান, জগন্নাথপুর গ্রামের প্রায় পঞ্চাশ শতাংশ পানবরজের পোয়াড় মারা গেছে। যা বিঘা প্রতি এক লাখ টাকা খরচ হয়ে থাকে। পানবরজ কী কারণে নষ্ট হয়ে যাচ্ছে তা কারো জানা নেই। তবে কয়েকজন চাষি জানান, পানের পোয়াড়ে পচন লাগায় নষ্ট হয়ে যাচ্ছে। তারা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো প্রতিকার পাননি।

উপসহকারী কৃষি অফিসার ফিরোজ হোসেন জানান, পানে পচনরোধে চাষিদের বোর্দমিকচার সার ব্যবহার এবং রাসায়নিক সার কম ব্যবহার করার পরামর্শ দেন।