দামুড়হুদার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর অতিষ্ঠ অভিভাবক মহল

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ওপর অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থীসহ অভিভাবক মহল। স্কুল কোনো লেখাপড়ার পরিবেশ নেই। শিক্ষকদের দ্বন্দ্ব আর ক্লাসের ওপর অনীহার কারণে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ভেঙে পড়েছে। ফলে ওই বিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্যত্র বদলি করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেয়ার জন্য এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছে।

আবেদনপত্রে বলা হয়েছে, শিক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে থালা-বাটি ও মোটরসাইকেল পরিষ্কারসহ নিজেদের কাজ করান। তাদেরকে দিয়ে শিক্ষকদের বাচ্চাদের লালনপালন করানো হয়। বিদ্যালয়ে লেখাপড়ার মান খুবই খারাপ। শিক্ষকেরা সময় মতো উপস্থিত হন না এবং ছুটির সময়ের আগেই স্কুল ত্যাগ করেন। শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ান। শিক্ষক রাজা গাইডের ব্যবসা করেন। তার গাইড না কিনলে ছাত্র-ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন। শিক্ষকদের মধ্যে তর্কবিতর্ক ও মতবিরোধ লেগেই থাকে। জাতীয় দিবসগুলো পালন করানো হয় না। এসব শিক্ষককে অন্যত্র বদলি করলেই চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার সুস্থ পরিবেশ ফিরে আসবে বলে এলাকাবাসী মনে করে।