দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

 

 

ব্দুল রশিদ সভাপতি শহিদুল সম্পাদক নির্বাচিত

কুড়ুলগাছি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি:দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুল রশিদ সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কুড়–লগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাদলের সভানেত্রী রউফুননাহার রীনা,দামুড়হুদা উপজেলা বিএনপির আহ্বায়ক নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, যুগ্মআহ্বায়ক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তনু, সদস্য মোকাররম হোসেন ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঙ্গল।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ। অবৈধভাবে ক্ষমতায় এসে এদেশের মানুষের ওপর শুরু করেছে জুলুম ও নির্যাতন। এ সরকারের আমলে হত্যাকারীদের বিচার হয় না। ব্যর্থ সরকারকে টেনেহেঁচড়ে ক্ষমতা থেকে সরিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। তাই সারাদেশে বর্তমান স্বৈরাচারী সরকারের বিরূদ্ধে গণজাগরন সৃষ্টি হয়েছে। আসুন সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে বিএনপির পতাকা তলে সমবেত হই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. জিল্লাত রহমান জালাল,আব্দুর রহমান মালিতা, সাঈদ,আসলাম আলী, করিম, মাহাবুবুর রহমান বাচ্চু, একরামুল হক,আনিসুজ্জামান, প্রভাষক আবুল হাসেম, যুবদল নেতা সাঈদ মোড়ল মাসুদ পারভেজ, আব্দুল কাদির,হোসেন আলী, টোটন আহম্মেদ, কুদ্দুস আলী, সাজিবার, মোহাব্বদ আলী,ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মিল্টন, আরিফুল ইসলাম, সবুজ, জনি, এজাজুল হক শিমুল,শহিদ বিশ্বাস, কাদের কবির ছোট, আহসান হাবিব, লিটন, আছেরউল্লা, হাফিজ প্রমুখ। সভাশেষে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল রশিদকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা হেলাল উদ্দিন।