দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপির ৮নং সাধারণ ওয়ার্ডে উপনির্বাচন স্থগিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপির ৮নং সাধারণ ওয়ার্ডে (মুন্সিপুর, হুদাপাড়া, জাহাজপোতা) উপনির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত প্রেরিত পত্রের মাধ্যমে রিটার্নিং অফিসারকে ওই নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।  এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী রুহুল আমিন বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০০১.১৫ (অংশ-৫)-১৯৪ নং স্মারকে প্রেরিত চিঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন-২০১৫ গেজেট প্রকাশিত হওয়ায় ইউনিয়ন পরিষদ বিধিমালা-২০১০ নুতনভাবে প্রণয়ন বা সংশোধন না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপনির্বাচন/পুনঃনির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর কার্পাসডাঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য হুদাপাড়ার আয়ুব আলী মৃত্যুবরণ করেন। আয়ুব আলীর মৃত্যুর দিন থেকেই দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালায়ে পত্র প্রেরণ করেন। তারই আলোকে ওই ওয়ার্ডে উপনির্বাচনের লক্ষ্যে আগামী ২১ ডিসেম্বর তারিখ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।