দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকার মাটি খেকো দালালদের মিথ্যা প্রচারণা

ভৈরব নদীর পাড় কেটে হাজার হাজার গাড়ি মাটি বিক্রি অব্যাহত
মোস্তাফিজ কচি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার ওপর দিয়ে প্রবাহমান ঐতিহ্যবাহী ভৈরব নদী খনন করা হবে এ রকম মিথ্যা প্রচারণা চালিয়েছে মাটি খেকো কয়েকজন দালাল ও ট্রাক্টর মালিক। তারা ভৈরব নদীর পাড় থেকে হাজার হাজার গাড়ি মাটি কেটে স্থানীয় ইটভাটাসহ নিচু জমিতে মাটি ভরাটের কাজে বিক্রি করছে। অব্যাহত মাটি কাটার ফলে আগামী বর্ষা মরসুমে নদী সংলগ্ন উঁচু পাড় ভেঙে পড়বে বলে আশঙ্কা করছে সচেতন মহল।
সরেজমিনে নদীর পাড় কাটার স্থান ঘুরে দেখা গেছে, প্রতিদিনই বেশ কয়েকটি ট্রাক্টর পাল্লা দিয়ে কোমরপুর পুর্বপাড়ার নদীর পাড় কাটছে। নদীর পাড় কাটার বিষয়ে জমির মালিকদের সাথে কথা বললে তারা জানান, মেহেরপুর জেলাসহ ভৈরব নদী সরকারিভাবে খনন করা হচ্ছে। আমাদের এলাকায় নদী বেশ কয়েক বার মাপযোগ করা হয়েছে। আমাদের এ সকল জমি খননের মধ্যে পড়বে। তাই আগেভাগেই স্বল্প টাকায় মাটি বিক্রি করছি। কারা মাটি কিনছে এ জবাবে জানা যায় এলাকার বেশকিছু দালাল ও ট্রাক্টর মালিকরা এসব মাটি কিনছে। এসব মাটি কোথায় যাচ্ছে জানি না। এলাকার কয়েকটি ইটভাটার মালিকদের সাথে কথা হলে নাম প্রকাশ করার শর্তে জানান, আমাদের কোনো গাড়ী মাটিকাটার কাজে ব্যবহার হচ্ছে না। বাইরের ট্রাক্টর মাটি ইট ভাটায় দিয়ে যাচ্ছে। নদীর উঁচু পাড় রক্ষার বিষয়টির দিকে নজর দেবার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতনমহল।