দামুহুদার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জামান বাবুলকে বরখাস্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জামান বাবুলকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। মেহেরপুর গোপালপুরের আতাই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত হওয়ায় তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হলো।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জামান বাবুল মেহেরপুর গোপালপুরের আতাই হত্যা মামলার আসামি ছিলো। স্বাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। গত পরশু সোমবার এ প্রতিবেদন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রামেন্দ্র নাথা পোদ্দারের নিকট পৌঁছায়। এরই প্রেক্ষিতে তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। চাকুরি থেকে বরখাস্ত ওই তারিক থেকেই কার্যকর হবে।