দাবদাহে অন্ধ্র ও তেলেঙ্গানায় মৃতের সংখ্যা বেড়ে ৫শ

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতজুড়ে ভয়াবহ দাবদাহ অব্যাহত রয়েছে। অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্যে গত রোববার আরো ১৬৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ নিয়ে গত কয়েক দিনে ওই দুটি রাজ্যে প্রাণহানির সংখ্যা ৫শতে পৌঁছুলো। ভারতের অন্যান্য অংশেও রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে। ভারতের আবহাওয়া সংস্থা জানায়, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে আরো তিনদিন তীব্র দাবদাহ চলতে পারে। অন্ধ্র প্রদেশের সরকার প্রথমবারের মতো তাপদাহে প্রাণহানির কথা স্বীকার করেছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী কামিনেনি শ্রীনিবাস বলেন, গত রোববার হিটস্ট্রোকে ৬২ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি একটি সূত্র জানায়, অন্ধ্র প্রদেশে ৯৩ ও তেলেঙ্গানা রাজ্যে ৭২ জনের প্রাণহানি হয়েছে। অন্ধ্র প্রদেশের মছলিপত্তনম ও টুনিতে সর্বোচ্চ ৪৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড় করা হয়েছে। উত্তর প্রদেশের বিভিন্ন নগরীতে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গরম ছিলো রোববার। উড়িষ্যায় ৯ নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে রেকর্ড করা হয়েছে। মধ্যপ্রদেশের সবচেয়ে উঁচু ভূমি পাঁচমারহির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি বেশি হয়ে ৪০ ডিগ্রি হয়েছে।