দাঙ্গায় উসকানির অভিযোগে ভারতে বিজেপির এমপি গ্রেফতার


মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে ভুয়া ভিডিও ছড়িয়ে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগে বিজেপির এমপি সঙ্গীত সোম, সুরেশ রানা ও বিএসপি নেতা সলিম রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার মৈরুতে আত্মসমর্পণ করেন সঙ্গীত। এর কিছুক্ষণ পর তাকে গ্রেফতার দেখানো হয়। সুরেশ রানাকে শুক্রবার গ্রেফতার করা হয়। সোমের বিরুদ্ধে যে ভুয়া ভিডিও আপলোডের অভিযোগ ওঠেছে, ওই বিতর্কিত ভিডিওতে দেখা গেছে, দু নিচু বর্ণের হিন্দু কিশোরকে হত্যা করা হচ্ছে। ওই ভিডিওটি পাকিস্তানে দু বছর আগের ঘটা ঘটনার বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার আত্মসমর্পণের আগেও সোম ওই ভিডিও আপলোডের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই ভিডিও আমি আপলোড করিনি। আমার অফিসের এক ছেলে আপলোড করেছে। আমি বিষয়টি জানার পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটি মুছে দিয়েছি। সুরেশ রানাও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এদিকে বিজেপি সভাপতি রাজানাথ সিং গতকাল শনিবার মুজাফফরনগর পরিদর্শনে আসতে চাইলে ফের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ অজুহাতে তাকে অনুমতি দিতে অস্বীকার করে প্রাদেশিক সরকার। এ দাঙ্গায় উসকানির অভিযোগে কংগ্রেসসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। দলীয় নেতার গ্রেফতারের প্রতিবাদে উত্তর প্রদেশে সোমবার বনধের ডাক দিয়েছে বিজেপি। চলতি মাসের প্রথমদিকে শুরু হওয়া ওই দাঙ্গায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে প্রায় ৪০ হাজার মানুষ।