দলের মধ্যে কোনো বিভাজন নেই তবে প্রতিযোগিতা রয়েছে

মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অধ্যাপক ফরহাদ হোসেন এমপি

মেহেরপুর অফিস: দলের মধ্যে কোনো বিভাজন নেই। তবে প্রতিযোগিতা রয়েছে। নির্বাচনে অনেকই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে। এতে দোষের কিছু নেই। যেই প্রার্থী হোক সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবে। গতকাল রোববার রাতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হবার পর থেকেই জেলার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ভৈরব খনন, স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এমপি হয়ে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিইনি। ভবিষ্যতেও দেবো না। এসব দিক বিবেচনা করেই দল আমাকে প্রার্থী নির্বাচন করবে বলে আমি আশা করি। এছাড়াও আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচনী গণসংযোগ হিসেবে ৫ সদস্যের কেন্দ্রীয় নেতা জেলায় অবস্থান করবে। আয়োজন করা হবে বিশাল জনসভার।
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জাহির হোসেন চঞ্চল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, যুগ্মসম্পাদক মহাসিন আলী, দফতর সম্পাদক আবু আক্তার করণ, নির্বাহী সদস্য ফারুক মল্লিক, সিনিয়র সাংবাদিক ওয়াজেদুল হক, গোলাম মোস্তফা, মেহের আমজাদ, ফারুক হোসেন, রাশেদুজ্জামান, বেন আমিন মুক্ত, হামিদুর রহমান কাজল, মনিরুল ইসলাম মনি, জাহিদ, মীর সউদ আলী চন্দন, আক্তার হোসেন, মাহবুব হোসেন, রোজিনা আক্তারসহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।