দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির মাসিকসভায় সিদ্ধান্ত

২১ মার্চ অনুষ্ঠিত হবে ত্রি-বার্ষিক সাধারণসভা
দর্শনা অফিস: অবশেষে দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ নির্ধারণ হলো। সমিতির মাসিকসভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে সাধারণসভা। দর্শনা দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৬ জানুয়ারি। সে হিসেব মতে গত ১৬ জানুয়ারি সমিতির নির্বাচনের ৩ বছর পেরিয়েছে। ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচিতরা শপথ নেন ২৩ ফেব্রুয়ারি। ফলে আগামী ২৩ ফেব্রুয়ারি বর্তমান পরিষদের মেয়াদ পূর্ণ হবে। গতপরশু বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে মাসিকসভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, সহসভাপতি আনোয়ার হোসেন রতন, যুগ্মসম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, দফতর সম্পাদক মিজানুর রহমান সরকার, সদস্য আ. আলীম ও শরীফ উদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত মোতাবেক আগামী ২১ মার্চ ত্রি-বার্ষিক সাধারণসভার দিনক্ষণ নির্ধারণ করা হয়। সাধারণসভায় গঠন করা হবে নির্বাচন পরিচালনা পর্ষদ। নির্বাচন পরিচালনা কমিটিই তফশিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের দিন ঘোষণা করবে। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণের আগে-ভাগে সাধারণসভা অনুষ্ঠিত হলেও এবার কমিটির মেয়াদ উত্তীর্ণের ২৬ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কাক্সিক্ষত সাধারণসভা। দেরিতে হলেও সাধারণসভার দিনক্ষণ নির্ধারণের ঘোষণা নির্বাচনের আমেজ ছড়াতে শুরু করেছে। সাম্ভাব্য প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নির্বাচনের আলোচনা। আগামী নির্বাচনে পুরাতনদের তুলনায় নতুনদের নামের তালিকা এখনও পর্যন্ত বড়। পুরাতনদের মধ্যে কে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা এখনও পরিষ্কার না বোঝা গেলেও নতুন প্রার্থীরা ছবি সংবলিত ডিজিটাল ব্যানারের মাধ্যমেই জানান দিয়েছেন তাদের প্রার্থী হওয়ার নিশ্চয়তা। শেষ পর্যন্ত নতুনদের মধ্যে কতজন নির্বাচনী মাঠে টিকে থাকবে তা দেখার অপেক্ষামাত্র।