দর্শনা মাইক্রোস্ট্যান্ড থেকে ট্রাক চুরির ঘটনা ১৩ দিনেও সন্ধান মেলেনি

দর্শনা অফিস: দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের সামনে থেকে দশ চাকার ট্রাক চুরির ঘটনার ১৩ দিন অতিবাহিত হলেও এখনো কোনো সন্ধান মেলেনি ট্রাকটির। এ ঘটনায় দমুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ, দামুড়হুদা থানা ও দর্শনা আইসি পুলিশ ট্রাক উদ্ধার ও চোরচক্রকে গ্রেফতারের দফায় দফায় অভিযান অব্যাহত রেখেছে। এ মামলায় চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের দল দর্শনা থেকে ৩ জন গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। ওই ৩ জনকে শর্তসাপেক্ষে ছাড়া হয়েছে বলেও জানা গেছে। চুরি ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলে ট্রাকটির কোনো সন্ধান না পাওয়ায় মালিকপক্ষ হতাশ হয়ে পড়ছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড সিঅ্যান্ডবিপাড়ার ইছাহাক আলীর একটি টাটা দশ চাকার ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৬৯৬) রাখা ছিলো দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের সামনে। গভীর রাতে ট্রাকের সাইডের কাঁচ ভেঙে চোরচক্রের সদস্যরা ট্রাকটি চুরি করে নিয়ে জীবননগর হয়ে কালীগঞ্জের দিকে (যা জীবননগর ট্রাফিক মোড়ের সিসি ক্যামেরায় ফুটেজ রয়েছে)। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর ইছাহক মিয়ার ছেলে সাংবাদিক এসএম ওসমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।