দর্শনা প্রেসক্লাবের ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল : ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে মামলা

 

স্টাফ রিপোটার: দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজুকে লাঞ্ছিত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। তদন্তে পরিষ্কার প্রমাণিত হয়েছে রাজুকে ষড়যন্ত্রমূলকভাবে সম্মানহানি ও লাঞ্ছিত করা হয়েছে। প্রেসক্লাবের বৈঠকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সার্বিক সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু তার প্রবাসী এক বড় ভাই লিটনের সাথে যৌথভাবে কোরবানির জন্য ঈদের আগে সোমবার ডুগডুগি পশুহাট থেকে গরু কেনেন। কোরবানির গরুর টাকা বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডস্থ ওই বাড়িতে আনতে যান রাজু। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক রাজুকে সম্মানহানি ও লাঞ্ছিত করে। ঘটনার রহস্যে ছিলো চাঁদাদাবি ও অপহরণের ঘটনা। নিজেদের রক্ষা করতে তারা রাজুর বিরুদ্ধে মিথ্যা অপবাদ তুলে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে সম্মানহানিকর কথাবার্তা লেখালেখি করেছে। বিষয়টি খতিয়ে দেখতে বুধবার সকালে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় দর্শনা প্রেসক্লাবে। প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সভায় সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরুকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সাবেক সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের বর্তমান পরিষদের সহসভাপতি আজিমুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আহসান হাবীব মামুন ও কার্যনির্বাহী সদস্য ইয়াছির আরাফাত মিলন। ৪ দিনে তদন্ত শেষে গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের বৈঠকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ইকরামুল হক পিপুলের হাতে ৮ পৃষ্ঠা বিশিষ্ট লিখিত তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। বৈঠকে ৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন পাঠ করে শোনান ইকরামুল হক পিপুল। যেখানে পরিষ্কার হয়েছে ঘটনাটি ষড়যন্ত্রমূলক সাজানো ও নেপথ্যে ছিলো চাঁদাদাবি। নিজেদের রক্ষার অপচেষ্টায় মেতে ওঠে ওই চক্রের সদস্যরা। ফেসবুকে বিভিন্ন আইডি ব্যবহার করে নিজেদের রক্ষার জন্য সাংবাদিক রাজুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে অপবাদ দেয়া হয়। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সার্বিক সহায়তা করবে প্রেসক্লাব। এদিকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন হারুন রাজুসহ লিটনের স্ত্রী। অন্যদিকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসীর স্ত্রী। তাই তিনি ছোট ছোট ছেলেমেয়েকে নিয়ে ষড়যন্ত্রকারী ও চাঁদাবাজদের হুমকির মুখে রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপন করেছেন। ষড়যন্ত্রকারীরা নিজেদেরকে রক্ষা করার জন্য শুরু করেছে নানা অপতৎপরতা।