দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমপি টগর

সাংবাদিকদের পর হামলাকারীদের কোনভাবে ছাড় দেয়া হবে না

 

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রেলপথ স্থায়ী কমিটির সদস্য হাজি আলী আজগার টগর। সাংবাদিক আহসান হাবীব মামুনের ওপরে হামলা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার বিষটি অবহিত করা হয় এমপিকে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা পৌর আ.লীগের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমপি টগর বলেন, সাংবাদিকদের জাতির বিবেক ও সামাজের দর্পণ বলা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সুশীলসমাজ গঠনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মনিরুজ্জামান ধীরু, প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি চঞ্চল মেহমুদ, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, আহসান হাবিব মামুন, রাজিব মল্লিক প্রমুখ। এমপি হাজি আলী আজগার টগর সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনের নেতৃত্বে দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সাথে তার কার্যালয়ে সাংবাদিক মামুনের ওপর হামলার বিষয় নিয়ে মতবিনিময় করেন। পুলিশ সুপার রশীদুল হাসান সাংবাদিকদের জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সাংবাদিকদের কোনোভাবে হয়রানি করা হবে না।