দর্শনা জয়নগর সীমান্ত হয়ে আপন ঠিকানায় ফিরলো বাংলাদেশি ৩ কিশোর

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নং মেন পিলারের শূন্যরেখা অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের ৩ কিশোরকে বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।

জানা গেছে, বরিশাল জেলার কোতয়ালী থানার বাবুগঞ্জ এলাকার নবগ্রাম রোডের আ. কুদ্দুস ব্যাপারীর ছেলে আ. আলীম (১৬), একই মহল্লার দেলোয়ার হাওলাদারের ছেলে সানি হাওলাদার (১৩) ও মামুন হোসেনের ছেলে শুভ হোসেন (১২) প্রায় দেড় বছর আগে  বরিশালা খানপুর সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সেই দিনই ওই তিন কিশোর ভারতের বহরমপুর বিএসএফর হাতে ধরা পড়লে বিএসএফ’র পক্ষ থেকে সোপর্দ করা হয় বহরমপুর থানা পুলিশে। সে থেকেই টানা ১ বছর ৫ মাস আলীম, শুভ ও সানি বহরমপুর সেল্টার হোমে ছিলো। আইনি জটিলতা কাটিয়ে গতকাল সোমবার ওই তিন কিশোরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এ বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম, দর্শনা জয়নগর পোষ্ট কমান্ডার নজরুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান। বিএসএফ’র পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার তারা দত্ত, বহরমপুর মুর্শিদাবাদ ডিআইবির এসআই সুবোধ মণ্ডল, এএসআই শশাঙ্ক শেখর বিশ্বাস প্রমুখ। গতকালই তিন কিশোর ফিরেছে আপন ঠিকানায়।