দর্শনা আকন্দবাড়িয়ায় বাউল উৎসবের আলোচনাসভায় এএসপি কামরুজ্জামান

 

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উৎসব সহায়ক ভূমিকা রাখবে

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় প্রতি বছরের মতো এ বছরো শুরু হয়েছে বাউল ও লোকজ উৎসব। মরমি কবি লালন শাহ’র কালজয়ী গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়ার বাউল পরিষদের আয়োজনে কেরুজ মাঠে শুরু হয়েছে ৪ দিনব্যাপি বাউল ও লোকজ উৎসবের গতকাল শনিবার ছিলো ৩য় দিন।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান বলেছেন, মাদকের করাল ছোবল থেকে, সমাজ, দেশ তথা জাতিকে রক্ষা করতে হবে। ঘরে ঘরে গড়ে তুলতে হবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ। যেখানেই মাদক সেখানেই করতে হবে প্রতিবাদ। এ ধরনের উৎসবের আয়োজন মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। তাই বেশি বেশি করে উৎসবের আয়োজন করা উচিত। দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন- দর্শনা পৌর প্যানেল মেয়র শরীফ উদ্দীন, রেজাউল ইসলাম, সাংবাদিক সাইদুজ্জামান খোকন, আজিজুল হক, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উৎসেবর আয়োজক সাংবাদিক মনিরুজ্জামান ধীরু। সাংবাদিক রেজাউল করিম লিটনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনাপর্বের পরে ধীরু বাউলের নেতৃত্বে বাউল সঙ্গীত পরিবেশিত হয়েছে।