দর্শনা অঙ্কুর স্কুলে বিদায় অনুষ্ঠানে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন

বর্তমান প্রজন্মকে সুশিক্ষার আলোয় গড়ে তুলতে হবে

 

দর্শনা অফিস: দর্শনা অঙ্কুর আদর্শ বিদ্যালয় থেকে ২০১৪ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা অঙ্কুর আদর্শ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রসাশক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অঙ্কুর আদর্শ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, আমাদের একটি কথা মনে রাখতে হবে, যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততোই উন্নত। শিক্ষাই উন্নয়নের মূল চাবিকাঠি, এ কথাটি ভেবেই আজকের প্রজন্মের মননে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে অভিভাবক, শিক্ষানুরাগী, শিক্ষকসহ সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান। বক্তব্য রাখেন- বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান। আলোচনা করেন- হাজি আকমত আলী, রবিউল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জাহাঙ্গীর আলম, শামীম আহম্মেদ, বিদায়ী শিক্ষার্থী মেহজাবীন শাহেদী প্রজ্ঞা। সালমা আবেদীন পলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন- রেবা আলম, সাবিনা ইয়াসমিন, আম্বিয়া খাতুন মুন্না, পারভীন আলম, কামরুন্নাহার, মঞ্জুয়ারা খাতুন, খবির উদ্দিন প্রমুখ।