দর্শনায় লোকনাথপুর বাজার কমিটির দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

দর্শনা অফিস: দর্শনা লোকনাথপুর বাজার কমিটির দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বাজারের কতিপয় ব্যবসায়ীর ইশারায় বর্তমান কমিটি বহাল রাখায় শুরু হয়েছে চাপা গুঞ্জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুর বাজার চত্বরে অনুষ্ঠিত সাধারণসভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল কলিমুল্লাহ বলেন, বাজার কমিটি গঠনের মধ্যদিয়ে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধাসহ বিপদে পাশে থাকার অঙ্গিকার নিয়ে কাজ করতে হবে। বাজারে যেনো বিশৃঙ্খলা সৃস্টি না হয় সেদিকে সজাগ থাকতে হবে সকলকে। কোনো ব্যবসায়ী যাতে আইনবিরোধী কর্মকা-ে জড়িয়ে না পরে সেদিকে নজর রাখার দায়িত্ব সকলেই। বাজারের উন্নয়নের ক্ষেত্রে সকলের আন্তরিক মনোভাবের বিকল্প নেই এ কথাটি স্মরণ করে সকলের মধ্যে সোহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা বিধানে পুলিশের পাশাপাশি এগিয়ে আসুন সকলেই। এ সময় তিনি পুলিশ কর্তৃক আইনি সহায়তা পেতে জেলা ও থানা পুলিশের নির্ধারিত নম্বরসহ যেকোন মোবাইল থেকে ৯৯৯ নাম্বারের কল দেয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন বলেন, জনগণের সমস্যা নিরসনে পুলিশকে পাশে পাবেন সর্বক্ষেত্রে। যেকোনো আইনি পদক্ষেপে স্মরণ করা মাত্রই পুলিশকে পাশে পাবেন। হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সভাপতিত্বে সভায় দ্বি-বার্ষিক আয়-ব্যায়ের হিসাব পাঠ করেন, লোকনাথপুর বাজার কমিটির সভাপতি নুর আলম লিটন। মনজুর হাসান পান্নার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কমিটির সাধারণ সম্পাদক আ. কুদ্দুস, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বেল্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান খোকন, কমিটির উপদেষ্টা হাজি রুহুল আমীন, মুন্নাফ আলী প্রমুখ। সভা শেষে বর্তমান কমিটি বহাল রাখার আহ্বান জানানো হলেও উপস্থিতিদের তেমন সাড়া না মিললেও শেষ অবধি কমিটি বহাল রাখার ঘোষণায় চাপা গুঞ্জন শুরু হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। এদিকে দ্বি-বার্ষিক আয়-ব্যায়ের হিসাবপত্র কোনো ব্যবসায়ীর কাছে বিতরণ না করেই সভাপতি নিজের মতো করে পাঠ করায় হিসাবে সচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন।