দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : প্লাস্টিকের বস্তা বিক্রি ও ব্যবহারের অপরাধে ৩ দোকানিকে জরিমানা

দর্শনা অফিস: দামুড়হুদার দর্শনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ অভিযানে প্লাস্টিকের বস্তা বিক্রি ব্যবহারের অপরাধে ৩ দোকানির নিকট থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে দর্শনা রেলবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আদালত প্লাস্টি বস্তা বিক্রির অপরাধে আজিজুল হকের ছেলে আবুশামাকে ৪ হাজার টাকা, চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় করে চাল বিক্রির অপরাধে তোফাজ্জেল হোসেনের ছেলে মোহাম্মদ আলীকে ৬ হাজার টাকা এবং আলী আহম্মেদের ছেলে ছানাউল্লাকে ৪ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পাট অধিদফতরের মুখ পরিদর্শক সৈয়দ আলাউদ্দীনসহ চুয়াডাঙ্গা পুলিশ লইনের সদস্যরা।