দর্শনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রসু আলোচনা
দর্শনা অফিস: সীমান্তে বিজিবি-বিএসএফর সমন্বিত টহল জোরদার করণ, সীমান্তের কাটা বেড়া কর্তন না করা, নারী, শিশু, চোরাচালান, মাদক পাচার রোধ, সোহার্দ ও ভার্তৃত্ববোধ বৃদ্ধিসহ সীমান্তে বিরজমান সমস্যা নিরসনে দর্শনা জয়নগরে বিজিবি-বিএসএফর ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর সীমান্ত পথে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফর প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করলে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভ্যার্থনা জানানো হয়। দর্শনা জয়নগরে বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক। টানা ২ ঘন্টা ব্যাপী বৈঠকে সীমান্তে বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রসু আলোচনা করেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। বেঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল হাজি রাশিদুল আলম। বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্ট মাহেন্দ্র কুমার। বৈঠকে উভয়পক্ষের উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ডের পরিচালক জিল্লুর রহমান, ৬ বর্ডার গার্ডের সহকারী পরিচালক শাহজাহান আলী, বিএসএফর স্টাফ অফিসার জাসবীর সিংহ, কেসি রাজপুত প্রমুখ।