দর্শনার যুবলীগ নেতা আজিজুর রহমান বাবুর জানাজায় মানুষের ঢল : মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্তানে দাফন

দর্শনা অফিস: দর্শনা যুবলীগ নেতা আজিজুর রহমান বাবুর লাশ জানাজায় শোকাহত মানুষের ঢল নেমেছিলো। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। জানাজা শেষে মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে দর্শনা কেরুজ ক্লাব মাঠে আজিজুর রহমান বাবুর লাশ জানাজার নির্ধারিত সময় ছিলো। নির্ধারিত সময়ের অনেক আগেই শোকাহত মানুষের ভিড় জমে ক্লাব মাঠে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। নামাজ ও দাফন অনুষ্ঠানে উপস্থিত থেকে গভীর শোক প্রকাশ করেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, জেলা পরিষদের সাবেক প্রশাসক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তূজা, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পৌর মেয়র মতিয়ার রহমান, আ.লীগ নেতা এরশাদ মাস্টার, আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইদ্রিস আলী, আতিয়ার রহমান হাবু, শফিকুল আলম, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর মনির সরদার, হবা জোয়ার্দ্দার, আবু সাঈদ খোকন, আয়ুব আলী স্বপন, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি ফারুক আহমেদ, যুগ্নসম্পাদক খবির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, ফিরোজ আহমেদ সবুজ, মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, আশরাফ আলম বাবু, ইকবাল হোসেন, মামুন শাহ, মোস্তাফিজুর রহমান মতি, মান্নান খান, মামুন খান, সোলায়মান কবির, রহমান রওশন, সাইফুল ইসলাম হুকুম, জয়নাল আবেদীন নফর, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, আশরাফুল, লোমান, প্রভাত, রায়হান, অপু প্রমুখ। পরে দর্শনা মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্থানে পিতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে আজিজুর রহমান বাবুর লাশ।

কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক সকলের পরিচিত মুখ, যুবলীগ নেতা আজিজুর রহমান বেশ কিছুদিন ধরেই লিভারজনিত রোগে ভুগছিলেন। গত ২২ এপ্রিল শনিবার বাবু বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য নেয়া হয় ঢাকায়। সেখানে প্রথমে মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। মনোয়ারা হাসপাতালে ৪ দিন চিকিৎসা দেয়া হলেও অবস্থার উন্নতি না হলে ২৬ এপ্রিল ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন যুবলীগ নেতা আজিজুর রহমান বাবু (৪২)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাবুর মৃত্যু সংবাদ দর্শনায় পৌঁছুলে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনসহ কান্নায় ভেঙে পড়েন রাজনৈতিক সঙ্গীরা। রাত ১০টার দিকে বাবুর লাশ আনা হয় নিজ বাড়িতে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে বাতাস। গোটা এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বাবুকে শেষবারের মতো একনজর দেখার জন্য নিজ বাড়িতে ভিড় জমায় শ শ শোকহত মানুষ। ২ সন্তানের জনক আজিজুর রহমান বাবুর অকাল মৃত্যুতে যেন কেউ চোখের জল ধরে রাখতে পারেনি।