দক্ষিণ কোরিয়ায় গুলিতে নিহত ৩

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ায় একটি নিত্যপণ্যের দোকানে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টায় সেজং সিটিতে এ ঘটনা ঘটে। এটি রাজধানী সিউল থেকে ১২০ কিলোমিটার দূরের একটি প্রশাসনিক এলাকা। পরে সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে কাছের অপর একটি শহরে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এ ব্যক্তি নিহতদের মধ্যে এক জনের বোনের সাবেক ছেলেবন্ধু বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ কোরিয়ায় গুলি করে হত্যার মতো অপরাধ একটি বিরল ঘটনা। বাধ্যতামূল সামরিক প্রশিক্ষণের কারণে দেশটির বেশিরভাগ মানুষ আগ্নেয়াস্ত্রের সাথে পরিচিত। কিন্তু ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি নেই। শুধুমাত্র নিরাপত্তা রক্ষীদের অগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি দেয়া হয়। শিকারিদের আগ্নেয়াস্ত্র বাধ্যতামূলকভাবে থানায় জমা রাখতে হয়। হত্যাকাণ্ডের দু ঘণ্টা আগে সন্দেহভাজন থানা থেকে দুটি শটগান তুলেছিলো বলে জানিয়েছে পুলিশ।