তোমার আদর্শ রবে সবার হৃদয়ে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নূর-ই আলম মোর্শেদার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক ফেরদৌস আরার সভাপতিত্বে অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক নূর-ই আলম মোর্শেদা, পলিটেকনিক্যালের সাবেক ভাইস প্রিন্সিপাল বড় ভাই মনিরুজ্জামান বকুল, মেয়ে ছাদিয়া আফরিন ছায়া, চুয়াডাঙ্গা একাডেমির সহকারী প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী।
সহকারী শিক্ষক জাহিদ হোসেন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান, জাকির হোসেন, শহীদুল ইসলাম, অশোক কুমার অধিকারী, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহিদ হোসেন বিশ্বাস। শিক্ষকবৃন্দ বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, ভি.জে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আপনার আদর্শ অন্তরে লালন করে কর্মজীবনে প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভ করবে। ভি.জে উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের আদর্শ আপনি। দীর্ঘ প্রায় ৩২ বছর শিক্ষকতা জীবনে আপনি প্রায় ১০ বছর ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরিকালে নানাবিধ উন্নয়ন সাধন করেছেন।
এ সময় সাবেক প্রধান শিক্ষিকা বলেন, জীবনে শিক্ষকতা পেশাটাই আমার কাছে অনেক পবিত্র মনে হয়েছে। শিক্ষকতা করতে গিয়ে আত্মীয়-স্বজনসহ স্বামী, ছেলে-মেয়েকে খুব একটা সময় দিতে পারিনি। মনে হতো বিদ্যালয়ের প্রতিটি ছেলে-মেয়ে আমার সন্তান। তাদের গড়ে তুলতে হবে। প্রায় ৩২ বছর শিক্ষকতা জীবনে অনেক স্কুলে দায়িত্ব পালন করেছি কিন্তু ভি.জে স্কুলটি অন্য স্কুলের চেয়ে আমার খুব প্রিয় একটি স্কুল মনে হয়েছে। তাই যতোটুকু পেরেছি উন্নয়ন করেছি। চলার পথে নানবিধ ভুল ভ্রান্তি হতে পারে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে দোয়া কামনা করেন তিনি। পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ভি.জে স্কুল জামে মসজিদের ইমাম মাও. মো. আব্দুর রাজ্জাক।