তুষারে অবরুদ্ধ যুক্তরাষ্ট্র : বাণিজ্য ও ভ্রমণে অচলাবস্থা

মাথাভাঙ্গা মনিটর: গত দু দশকের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা এখন যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণাঞ্চলে। তীব্র তুষারপাতে ঢেকে গেছে রাস্তা-ঘাট। বন্ধ রয়েছে স্কুল, ডে-কেয়ার সেন্টারগুলো। বাড়ি থেকে বের হতে পারছেন না কেউ। এ অবস্থায় দেশটির ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণে অচালবস্থা দেখা দিয়েছে। বাতিল করা হয়েছে হাজার হাজার বিমান ফ্লাইট। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানায়, দেশটির মধ্যাঞ্চলের অনেক জায়গায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমেছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের মিলাকিউয়ি, সেন্ট লুনইস এবং শিকাগোতে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমেছে ওকলাহোমা, টেক্সাস ও ইন্ডিয়ানা রাজ্যেও। মাইনাস ৪০ ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে এসব এলাকায়। তুষারপাতে ১৮ কোটি ৭০ লাখ মানুষ এ তীব্র শীতে কাঁপছেন। গতকাল মঙ্গলবার পূর্ব-দক্ষিণাঞ্চলে জর্জিয়া এবং আলবামায় তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে থাকতে পারে। শূন্য ডিগ্রির তুষারপাতে আটলান্টায় মাইনাস ১০ ডিগ্রি ও বালটিমোরে মাইনাস ১২ ডিগ্রি থাকতে পারে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, তুষারপাতের কারণে সোমবারের পর থেকে ৩ হাজার ৭৭০ এর বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে।