তুর্কি সীমান্তরক্ষীদের গুলিতে ৩ সিরিয় নাগরিক নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের সীমান্তরক্ষীদের গুলিতে সিরিয়ার তিন নাগরিক নিহত হয়েছে। তুর্কি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময়ে দুই নারীসহ এ তিন ব্যক্তি নিহত হয়েছে বলে তথাকথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর জানিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাগা প্রদেশের তাল আবিয়াদ শহরের সীমান্ত দিয়ে তুরস্কে ঢোকার চেষ্টা করেছিল এ তিন ব্যক্তি। তুর্কি সীমান্ত রক্ষীদের গুলিতে আরো অন্তত সাত সিরিয়ান আহত হয়েছে বলে  এসওএইচআর প্রধান দাবি করেছেন। এতে আরো দাবি করা হয়েছে, গুলি চালানোর আগে তুর্কি সীমান্তরক্ষীরা হুশিয়ারি উচ্চারণ করেছিল এবং সিরিয়ানদের ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছিল। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসার চেষ্টা করতে যেয়ে তুরস্ক সীমান্তে অনেক সিরিয় নাগরিককে বেঘোরে প্রাণ দিতে হয়েছে। এটাই এ জাতীয় সর্বশেষ ঘটনা হিসেবে উল্লেখ করে এসওএইচআর প্রধান বলেন, গত মে মাস থেকে এ জাতীয় ঘটনায় তুর্কি সীমান্তরক্ষীদের গুলিতে অন্তত ২৯ জন নিহত হয়েছে।