তিতুদহের বলদিয়া গ্রামে পাওনা টাকা আদায় করতে দেশীয় অস্ত্রের মহড়া

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামে পাওনা টাকা আদায় করতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে কতিপয় যুবক। গ্রামবাসী দুজনকে ধরে দিয়েছে পুলিশে। পুলিশ তাদেরকে ছেড়ে দিলেও তাদের নিকট থেকে উদ্ধার করেছে বাটালি ও সাইকেলের চেন। অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া মাদরাসাপাড়ার বদর উদ্দীনের ছেলে আরজানের নিকট ব্যবসায়ী সংক্রান্ত ৭শ টাকা পায় একই গ্রামের মকবুলের ছেলে সাইফুল ইসলাম। আরজান পাওনা টাকা দিতে কালক্ষেপণ করলে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাইফুল তার ৭/৮ জন বন্ধু নিয়ে পাওনা টাকা আদায় করতে যায় আরজানের নিকট। দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। তাদের চিৎকারে লোকজন ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে কয়েকজন পালিয়ে গেলেও সাইকেলের চেন এবং বাটালিসহ ধরে ফেলে সাইফুল এবং রবিউলের ছেলে শাহীনকে। পরে পুলিশকে খবর দিলে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শফিকুর রহমান ওই দুযুবকের নিকট থেকে সাইকেলের চেন এবং বাটালি উদ্ধার করে তাদেরকে ছেড়ে দেয়। এ বিষয়ে এএসআই শফিকুর রহমান বলেন, ঘটনাটি তেমন কিছু না আজ বিষয়টি নিয়ে সালিস বৈঠক বসবে।