তিউনিসিয়ায় নিহতদের মধ্যে ১৫ জন ব্রিটিশ নাগরিক

 

মাথাভাঙ্গা মনটির: তিউনিসিয়ায় সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৯ জনের মধ্যে ১৫ জন ব্রিটিশ নাগরিক। এর মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। গতকাল রোববার এক রিপোর্টে একথা বলা হয়েছে। এটি ২০০৬ সালে লন্ডনে বোমা হামলার পর কোনো সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি ব্রিটিশ নাগরিকের প্রাণহানি। মন্ত্রীরা সতর্কবাণী উচ্চারণ করেছেন যে, শুক্রবার তিউনিসিয়ার একটি জনপ্রিয় পর্যটন রিসোর্টে ইসলামপন্থি সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে। হামলায় নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী ছাত্র জোয়েল রিচার্ডস তার চাচা আড্রিয়ান ইভান্স (৪৯) ও তার দাদা রয়েছেন। তবে জোয়েলের ছোট ভাই ওয়েন বেঁচে গেছেন। হামলায় নিহত অপর ব্রিটিশ নাগরিকরা হলেন, ২৪ বছর বয়সী কার্লি লোভেট এবং চল্লিশোর্ধ্ব এক দম্পতি স্যু ডেভি ও স্কট চাকলি। রাজধানী তিউনিসের ১৪০ কিলোমিটার দূরবর্তী হোটেল ইম্পেরিয়াল মারহাবার বাইরে সৈকতে সন্ত্রাসবাদীদের হামলায় ৩৯ জন নিহত হন।