তালেবানের দাবি মোল্লা ওমর জীবিত ও সুস্থ

মাথাভাঙ্গা মনিটর: মোল্লা ওমর জীবিত এবং সুস্থ রয়েছেন, মোল্লা ওমরের নেতৃত্ব গ্রহণের ১৯ বছর পূর্তিতে এমনটাই দাবি করা হয়েছে তালেবান প্রকাশিত এক বিবৃতিতে। গত রোববার চারটি ভাষায় ৫ হাজার শব্দের বিবৃতিটি আফগানিস্তান তালেবানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে ওমরের জন্ম ও বেড়ে ওঠা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে৷ বলা হয়েছে তিনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং তার বিশেষ কৌতুকবোধ আছে। তার প্রিয় অস্ত্র আরপিজি সেভেন। তবে মোল্লা ওমর কোথায় থাকেন তা কেউ না জানলেও তিনি সবসময় আফগানিস্তানের প্রতিদিনকার ও বিশ্বের সব ঘটনার খবরাখবর রাখেন বলেও দাবি করা হয়েছে। ওয়েব সাইটটিতে বলা হয়েছে  ওমর ১৯৬০ সালে কান্দাহার প্রদেশের খাকরেজ জেলার চাহ-ই-হিম্মাত গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোল্লা মোহাম্মদ উমর মুজাহিদ। তার বাবার নাম মৌলভি গুলাম নবী। যুক্তরাষ্ট্র মোল্লা ওমরের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করে রেখেছে। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলা শুরুর পর থেকে মোল্লা ওমরকে জনসম্মুখে দেখা যায়নি।