তারেক রহমানের কারামুক্তি দিবস : চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে অভিন্ন কর্মসূচি পালন

 

স্টাফ রিপোর্টার: গতকাল ছিলো ৩ সেপ্টেম্বর। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার কারামুক্তি দিবস হিসেবে এদিনটি দলীয়ভাবে পালন করা হয়েছে। বহুভাগে বিভক্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপির পৃথক তিনটি অংশ গতকালও পৃথক তিন স্থানে অভিন্ন কর্মসূচি পালন করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করে। গতকাল বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করে। গতকাল বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সরদার আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি শহিদুল ইসলাম রতন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, জেলা যুবদলের সদস্য মকলেছুজ্জামান মকলেছ, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রদলের সহআপ্যায়ন বিষয় সম্পাদক শরিফুজ্জামান সিজার, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক এমএ তালহা মঞ্জুরুল জাহিদ, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আলমগীর হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মুক্তি প্রমুখ।

গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে সন্ধ্যা ৭টার দিকে রজব আলী সুপার মার্কেট কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক আবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লা মহলদার, থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাস পিটু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহসংগঠনিক সম্পাদক আবু রায়হান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মোকারম হোসেন আরও উপস্থিত ছিলেন- ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আনিসুল হক বিষু, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম মুক্ত, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি, বিএনপি নেতা বদর উদ্দিন বাদল, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন, জেলা যুবদলের নেতা হাসানুজ্জামান হাসান, জেলা তরুণদলের আহ্বায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদল নেতা পারভেজ মহলদার, রিন্টু মহলদার, সমসের, প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য, হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবুবক্কর সিদ্দিক বকুল। জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাড. মানি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি মান্নান, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক অ্যাড. জালাল, কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একরামুল হক, জেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সহসভাপতি বজা, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব জেলা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম সুমন, সোহাগ, স্কয়ার, রোকন, জুড়োন, স্বপন বিএনপি নেতা মতিয়ার রহমান, মো. সালাম, গোলাম রহমান, শুকুর আলী, খোকা, যুবদল নেতা আরিফ, মুবা, মালেক, আতাউর ও জাফর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইয়ুব খানও বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ও নির্যাতন করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে চাইলেও তা করতে পারেনি বর্তমান সরকারও তা পারবে না। তারেক রহমান দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে ইনশাল্লাহ্। আলোচনাসভার সঞ্চালক ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজীব খান।