তাজা গুলিসহ দেশীয় তৈরি পিস্তল উদ্ধার

জীবননগর সীমান্তে পুলিশের সফল অভিযান
জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাতে সীমান্তের গয়েশপুর গ্রামে সফল এক অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফেনসিডিল আটক করতে গিয়ে উদ্ধার করেছে ১ রাউন্ড তাজা গুলিসহ দেশীয় তৈরি একটি স্বয়ংক্রিয় পিস্তল। গয়েশপুরের ক্যাম্প সড়কের আতিয়ার রহমানের আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ওই গুলি ও পিস্তল উদ্ধার করা হয় বলে জানা গেছে।
থানার সেকেন্ড অফিসার এসআই মকবুল হোসেন জানান, গয়েশপুর গ্রাম দিয়ে ফেনসিডিলের একটি চালান পাচার করা হচ্ছে এমন খবর পান থানা অফিসার ইনচার্জ এনামুল হক। সংবাদের ভিত্তিতে তিনি এসআই হাবিবুর রহমান ও এএসআই মনিরুল ইসলামকে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন। নিদের্শ পেয়ে এসআই হাবিবুর রহমান ও এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে গয়েশপুর ক্যাম্প সড়কে আতিয়ার রহমানের আমবাগানে ওত পেতে বসে থাকেন। এ সময় তারা ওই বাগান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা গুলিসহ দেশীয় তৈরি স্বংক্রিয় একটি পিস্তল উদ্ধার করেন। এ ব্যাপারে থানাতে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।