তাঁবুতে রাত কাটালেন প্রেসিডেন্ট

মাথাভাঙ্গা মনিটর: দেড়শ বছরের পুরোনো প্রেসিডেন্ট ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিরাপত্তারক্ষীদের নিয়ে তাঁবুতেই রাত কাটিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রাম বরণ যাদব। আফটার শকে আবারও কেঁপে উঠতে পারে, এ ভয়েই তাঁবুতে রাত কাটিয়েছেন তিনি। তার ভবনের অফিস ঘরে ইতোমধ্যেই চিড় ধরেছে। আরও ক্ষতি হতে পারে এ আশঙ্কাতেই এ কাজ করেছেন তিনি। রাষ্ট্রপতি ভবন শীতল নিবাস ১৫০ বছর আগে ব্রিটিশ কায়দায় তৈরি। আগে এ ভবন ব্যবহার করতেন ব্রিটিশ প্রশাসক। রান্নাঘরসহ বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে ইতোমধ্যেই। নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে এখনও তাঁবুতেই আছেন প্রেসিডেন্ট। শনিবারের ভূমিকম্পের পর গতকাল রোববার দুপুরেও ৬ দশমিক ৬ মাত্রার আফটার শকে কেঁপে ওঠে নেপাল। প্রধানমন্ত্রী সুরেশ কৈরালার বাসভবনেও ফাটল ধরেছে ভূমিকম্পে।