তথ্যই শক্তি

স্টাফ রিপোর্টার: ‘তথ্যই শক্তি : জানবো জানাবো দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ৱ্যালি ও আলোচনসভা আয়োজন করা হয়। ঝিনাইদহে দুইদিন ব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়েছে।

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফি উল্লাহ ও চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা। সহকারী কমিশনার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রেজাউল করিম, সহকারী কমিশনার রুহুল আমিন, ফকরুল ইসলাম, সুচিত্র রঞ্জন দাস, পাপিয়া আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য ও তথ্য অধিকার আইন সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত সকলকে ধারণা দেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে জানার জন্য সকলকে আহবান জানান অতিথিবৃন্দ।

মেহেরপুর অফিস জানিয়েছে, দিবসটি উপলক্ষে সকাল ৯টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মন্নাফ কবীরের নেতৃত্বে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মন্নাফ কবীর, জেলা তথ্য অফিসার রুস্তম আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো  প্রমুখ। বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ৱ্যালিতে অংশ নেন।

 

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ শহরের স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ৱ্যালি শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মো. রেজাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান প্রমুখ। এবারের মেলায় সরকারি ও বেসরকারি অফিসসহ বিভিন্ন সংগঠনের ৪০টি স্টল স্থান পেয়েছে।