ঢাবির টিএসসিতে নারী লাঞ্ছনার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি: পয়লা বোশেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কয়েকজন নারীকে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যৌন হয়রানির প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বোশেখে নারী লাঞ্ছনার ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন (বাংলা), আতিকুর আতিক (পরিসংখ্যান), মেহজাবিন রিজবি (রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন), আশা, সুমাইয়া ঐশি, চৈতী (আইন), নন্দিতা (গণিত) প্রমুখ।