ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অব চুয়াডাঙ্গা ডুসাকের উদ্যোগে বিশেষ সম্মাননা প্রদান

 

চুয়াডাঙ্গাকে এগিয়ে নেয়ার ঐক্যবদ্ধ শপথ নিলেন বিশিষ্ট জনেরা

স্টাফ রির্পোটার: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক)  উদ্যোগে ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ইফতার পাটির পূর্বে ডুসাকের সাবেক ৫ কৃতি সন্তানকে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখায় বিশেষ সম্মাননা দেয়া হয়। যাদের সন্মাননা দেয়া হয় তারা হলেন মাহমুদ হাসান খান বাবু সহ-সভাপতি, বি জি এমই , ব্যবস্থাপনা পরিচালক, রাইজিং গ্রুপ, উপদেষ্টা ডুসাক, আহমেদ পিপুল সিনিয়র সাংবাদিক, প্রধান পৃষ্টপোষক ও উপদেষ্টা ডুসাক, শাহাজান অতিরিক্ত উপপুলিশ কমিশনার, ডি এম পি (ডিবি), হাবিবুর রহমান আরআই, আবুল খায়ের ষ্টীল লি. ও সাঈদ সিদ্দিক সুইট প্রভাষক, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় ।

সংগঠনের সভাপতি নাঈমুল হক রিংকুর সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী, স্বাস্থ্য মন্ত্রানালয়ের যুগ্মসচিব ড মো. ফজলুল হক, কর্নেল কামরুজ্জামান (অব.), অতিরিক্ত পুলিশ সুপার মো. জাফর হোসেন, হাফিজ মালিক বাবু, রুহুল আমিন মল্লিক, শিক্ষক আব্দুল মান্নান, বিজ্ঞানী ড ফিরোজ আহমেদ , বিটিভির সংবাদ উপাস্থপিকা রওনাক জাহান, পেট্রো বাংলার কর্মকর্তা আব্দুল মান্নান, এনসিসি ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এবি ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান, সাংবাদিক কামাল উদ্দিন জোয়ার্দ্দার ও ডা. রাকিবুল ইসলাম লিটু। অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক কর্মকর্তা ইফতেখার আনাম, আ.লীগের কেন্ত্রীয় উপ কমিটির সহসম্পাদক কামরুজ্জামান সুমন, ডুসাকের সাবেক সভাপতি জাহাঙ্গীর হসাইন তাজ, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সভাপতি  জুয়েল রানা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুয়াডাঙ্গার ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পারিক পরিচিতি, সৌহান্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ডুসাক অনন্য ভূমিকা রাখছে বলে ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান থেকে চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে বিশিষ্ট জন ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। তারা  আশা করেন ডুসাক সদস্যদের দ্বারা চুয়াডাঙ্গার শিক্ষা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিপ্লব ঘটবে। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক  শামীম হোসেন মিজি।