ডিঙ্গেদহ তামাক প্রসেসিং সেন্টার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তদন্ত করলেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: ডিঙ্গেদহ খাদ্য গুদামে তামাক প্রসেসিং সেন্টার অপসারণের পক্ষে বিপক্ষে জেলা প্রশাসকের নিকট আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরেজমিনে তদন্ত করা হয়। চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল ওয়াহেদের নেতৃত্বে তদন্ত টিমে আরও ছিলেন চুয়াডাঙ্গা খাদ্য পরিদর্শক ইসমত জাহান। এ সময় তিনি তামাক প্রসেসিং সেন্টার অপসারণের দাবিতে আবেদনকারী হাজি আকবার আলী মালিথা ও তামাক প্রসেসিং সেন্টার রাখার পক্ষে আবেদনকারী লেবার ভেন্ডার আবু তাহের বিশ্বাসের সাথে সাক্ষাৎকার শেষে শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আ.রহমান, সাবেক চেয়ারম্যান আ. রাজ্জাক, বাজার কমিটির সভাপতি জাকির হোসেন জোয়ার্দ্দার বাবু, সেক্রেটারি বশির উদ্দিন, বাজার কমিটির উপদেষ্টা ডা. আব্দুল বারি, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, তামাক কোম্পানির লেবার সর্দার পেশকার আলী, সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের সভাপতি হাজি মো. হাবিবুর রহমান ও সদস্য শহিদুল ইসলামের সাক্ষাৎকার গ্রহণ করেন। শেষে তিনি তামাক প্রসেসিং কেন্দ্র থেকে আকবার আলীর বাড়ি, ইউনিয়ন পরিষদ ও সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠের দূরত্ব সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তদন্ত মতামত জানতে চাওয়া হলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল ওয়াহেদ বলেন, উভয়পক্ষের মতমত নিলাম পরে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।