ডিঙ্গেদহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভায় সদর ইউএনও

 

 

সরকারের দেয়া সুযোগগুলকে আন্তরিকতার সাথে কাজে লাগানোর আহ্বা

ডিঙ্গেদহ প্রতিনিধি: বাল্যবিয়ে ও ইভটিজিং সামাজিক ব্যাধি। এর ফলে দেশে নারী শিক্ষার হার কমে যায়। অপরদিকে নারী নির্যাতন, বহুবিবাহ, জনসংখ্যা বৃদ্ধি, আত্মহত্যার হার বেড়ে যায়। সরকার শিক্ষার মান ও হার বৃদ্ধির জন্য মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিচ্ছে। মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য উপবৃত্তি প্রদান করছে। সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। এজন্য সরকারের দেয়া সুযোগগুলোকে আন্তরিকতার সাথে কাজে লাগাতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শঙ্করচন্দ্র ইউপি হলরুমে বাল্যবিয়ে প্রতিরোধ, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির ভাষণে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, জেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি হাবিবুর রহমান ওনুর হাসেম। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, ইউপি সচিব জিয়াউর রহমান জিয়া,পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, যুবলীগের আহ্বায়ক আমির হোসেন, ইউপি সদস্য আশাদুল হক আশা, শওকত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা আ. মালেক শিকদার, উপসহকারী ভূমি কর্মকর্তা সেলিম রেজা, শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক ফারজানা বেগম, ইউনিয়ন সমাজকর্মী মারুফা খাতুন, আবুল হোসেন দাখিল মাদরাসার অধ্যক্ষ ফরজ আলীসহ স্বাস্থ্যপরিদর্শক ইদ্রিস আলী।