ডাকবাংলা সাধুহাটির মাঠ পরিদর্শন করলে ঝিনাইদহ জেলা প্রশাসক

 

গিয়াস উদ্দীন সেতু: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষিবিভাগের তত্ত্বাবধানে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে দিন দিন কৃষক ও কৃষিখাত উন্নতি হচ্ছে। এখন গ্রামগঞ্জের কৃষক থেকে শুরু করে কৃষাণীরাও কৃষিখাতকে ঢেলে সাজানোর স্বপ্ন দেখতে শুরু করেছে। সরেজমিনে ঝিনাইদহের কৃষকের মাঠে দেখা গেছে  নারীরাও কৃষিকাজের সাথে সম্পূর্ণ হয়ে পুরুষের সাথে তালে তাল মিলিয়ে কাজ করতে শুরু করেছে। আর এর পেছনে কাজ করছে কৃষি বিভাগের কিছু অফিসার যাদের অনুপ্রেরণায়। কৃষি অফিসার ড. খান মোহাম্মদ মনিরুলজ্জামান ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেনকে কৃষি বিভাগের উন্নতমানের প্রযুক্তিতে কৃষিখাত এখন কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তা সরেজমিনে দেখালেন এবং বললেন কি কি পদ্ধতিতে চাষ করা হয়। যেমন কারেন্ট পোকা দমন পদ্ধতির জন্য ১০ লাইন পরপর একটা লাইন অর্থাৎ লোগো পদ্ধতি। পোকা দমনের জন্য ডেড পাচিং, মাটিতে নাইট্রোজেন সংযোগও পোকাদমনের জন্য ধৈঞ্চের লাইভ পাচিং, পোকা দমনে আলোক ফাঁদসহ কৃষিবিভাগের নানা রকম পদ্ধতির সাথে জেলা প্রশাসক জাকির হোসেনকে পরিচিত করলেন। উস্থিত ছিলেন উপসহকারী অফিসার মিলন ঘোষ ও উপসহকারী অফিসার মেসবাহ আহমেদ।